Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নতুন আমন ধান
Details

রসুলপুর একটি আদর্শ গ্রাম সেখানে একটি উচ্চ বিদ্যালয অবস্থিত। 1990 শতকের প্রথম দিকে কতিপয় বেকার শিক্ষিত যুবক প্রাইমারী স্কুল মাঠে বসে তাস খেলতো। তাস খেলতে খেলতে তাদের মাথায় আসে একটি স্কুল করার মরহুম বেলাল হোসেন প্রাপ্তন (প্রধান শিক্ষক) গ্রামের ময় মুরব্বী দের ডেকে আলোচনা সাপেক্ষে সবার মতামত একত্রিত করে একটি স্কুল করার সিদ্ধান্ত গ্রহন করে। স্কুল 1993 সালে প্রতিষ্ঠিত 1995 সালে এমপিও ভুক্ত হয়। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বেলাল হোসেন 2007 সালে সড়ক দূর্ঘটনায় মারা যায়।